আমতলী (বরগুনা) প্রতিনিধি : ছাগলে সবজি গাছ খাওয়াকে কেন্দ্র করে ৮৫ বছর বয়সী আব্দুল মান্নান মৃধাকে প্রতিবেশী কিশোর হাসিব হাওলাদার মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত সিনিয়র সিটিজেনকে স্বজনরা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। ঘটনা ঘটেছে সোমবার দুপুরে আমতলী উপজেলার নাচনাপাড়া গ্রামে। 

জানা গেছে, উপজেলার নাচনাপাড়া গ্রামের বৃদ্ধ আবদুল মান্নান মৃধার বাড়ীতে প্রতিবেশী স্বজল হাওলাদারের তিনটি ছাগল প্রায়ই ঢুকে সবজি গাছ খেয়ে ফেলে। সোমবার ওই ছাগল তিনটি তার বাড়ীতে প্রবেশ করলেই বৃদ্ধ মান্নান মৃধা একটি ছাগল ধরে বাড়ীতে আনার চেষ্টা করে। এমন মুহুর্তে ছাগল মালিক স্বজল হাওলাদারের ছেলে হাসিব হাওলাদার ও তার ফুফু মিনি বৃদ্ধের কাছ থেকে ছাগল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এক পর্যায় ক্ষিপ্ত হয়ে হাসিব ও তার ফুফু মিনি বৃদ্ধকে কিল,ঘুসি ও লাথি মারে। এতে বৃদ্ধ জ্ঞান হারিয়ে ফেলে এবং তার হাত ও মুখমন্ডরে জখম হয়। দ্রুত স্বজনরা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

বৃদ্ধ আব্দুল মান্নান মৃধা বলেন, মুই বুড়া মানু, মোরে হাসিব ও তার ফুফু মিনি মারধর হরছে। মুই এইয়্যার বিচার চাই।
অভিযুক্ত হাসিব হাওলাদার বৃদ্ধকে মারধরের কথা স্বীকার করে বলেন, আমার গলা টিপে ধরায় তার সাথে ধস্তাধস্তি হয়েছে। কিন্তু বুড়ো মানুষ জ্ঞান হারিয়ে ফেলেছে।

আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

(এন/এসপি/আগস্ট ০২, ২০২১)