কুমিল্লা প্রতিনিধি : রবিবার বিকেলে কুমিল্লায় গোমতী নদীর পাড়ে বিপুল পরিমাণ মাদক ধ্বংস করা হয়েছে। সদর দক্ষিণ, কোতয়ালী, ডিবি ও বুড়িচং-ব্রাহ্মণপাড়া পুলিশ কর্তৃক বিভিন্ন সময়ে আটককৃত ১৫ লক্ষাধিক টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম ও শহীদুল্লাহ কায়সারের উপস্থিতিতে ১১৮২ পিস ইয়াবা, ২১৪ কেজি গাঁজা, ৯৮টি রিকোডেক্স, ৩৯ পিস হুইস্কি, ৮৭৮ পিস ফেন্সিডিল, ১০পিস বিয়ার, ৮০ পিস ভদকা, ২৭টি ইনজেকশন, ১০০ পিস টার্গেট ট্যাবলেট আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। ধ্বংসকৃত এসব মাদকদ্রব্যের মূল্য ১৫ লক্ষাধিক টাকা বলে জানা গেছে।

এসময় উপস্থিত ছিলেন এসআই সালাউদ্দিন, সিএসআই বাদল বিশ্বাস, সদর দক্ষিণের এসআই আক্তার হোসেন, ডিবির এস এই ইকবাল বাহারসহ প্রশাসনিক কর্মকর্তা ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

(এইচকেজে/এটিআর/সেপ্টেম্বর ০৭, ২০১৪)