রংপুর প্রতিনিধি : পুলিশ, মটর শ্রমিক ও মটর মালিক সমিতির লোকজনের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় জেলা মটর শ্রমিক ইউনিয়নের ডাকে সোমবার থেকে রংপুর বিভাগে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে।

জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পদক এমএ মজিদ জানান, মটর মালিক সমিতির অবৈধ টোল আদায়ে বাধা দেওয়ায় মালিক সমিতির লোকজনের হাতে তাদের ইউনিয়নের এক নেতা আহত হওয়ার প্রতিবাদ জানাতে গিয়ে পুলিশ ও মালিক সমিতির হাতে তাদের লোকজন আহত হওয়ায় সোমবার থেকে রংপুর থেকে উত্তরবঙ্গের ১৬ জেলার মধ্যে যানবাহন চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। তিনি আরও জানান অবৈধ টোল আদায়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত এ পরিবহন ধর্মঘট অব্যাহত থাকবে।

রবিবার রাতে রংপুরে টোল আদায়কে কেন্দ্র করে কেন্দ্রীয় বাস টার্মিনালে মটর শ্রমিক, মটর মালিক সমিতির চেইন মাস্টার ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে চার পুলিশ সদস্যসহ ৪০ জন আহত হয়েছে। এসময় ১টি কার এবং ৩টি মটর সাইকেল পুড়িয়ে দিয়েছে দুবৃর্ত্তরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৩৮ রাউন্ড টিয়ার শেল ও শটগানের গুলি নিক্ষেপ করেছে বলে পুলিশ সুত্রে জানা গেছে।

এদিকে, সংঘর্ষের পর রবিবার রাত থেকে রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বিপুল সংখ্যক দাঙা পুলিশ মোতায়েন রয়েছে বলে কোতয়ালী থানার অফিসার্স ইনচার্জ আব্দুল কাদের জিলানী জানিয়েছেন।

(ওএস/এইচআর/সেপ্টেম্বর ০৮, ২০১৪)