গাজীপুর প্রতিনিধি : জেলার কালিয়াকৈরে আগুনে পুড়ে গেছে ঝুটের ৮টি গোডাউন।

কালিয়াকৈর পৌরসভার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় সোমবার ভোর সাড়ে ৪টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।

ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট দুই ঘন্টা চেষ্টার পর সকাল সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ অপূর্ব বল জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে টিনের তৈরি ঝুটের একটি গোডাউনে সোমবার ভোর সাড়ে ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন পাশের আরও কয়েকটি গোডাউনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গাজীপুরের জয়দেবপুর, কালিয়াকৈর, সাভার ইপিজেড ও টাঙ্গাইলের মির্জাপুর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণের আনার চেষ্টা করেন। এ সময় পুড়ে যায় পোশাক কারখানার বেশ কিছু পরিত্যক্ত মালামালসহ ৮টি গোডাউন।

তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। স্থানীয় আব্দুল মান্নান দেওয়ান জানান, ওই ঝুটের গুদামগুলোতে এর আগেও একাধিকবার আগুন লেগেছিল।

(ওএস/এইচআর/সেপ্টেম্বর ০৮, ২০১৪)