ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের সদর উপজেলার ২নং মধুহাটী ইউনিয়নে 'মধুহাটী পাবলিকিয়ান এসোসিয়েশন'-এর উদ্যোগে করোনা ভাইরাসের সংক্রমণরোধ ও স্বাস্থ্যঝুঁকি এড়াতে বিনামূল্যে করোনা ভ্যাকসিনের রেজিষ্ট্রেশন শুরু হয়েছে।

বুধবার (৪ আগস্ট) বাজার গোপাল পুর স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে ২নং মধুহাটী ইউনিয়ন পরিষদের সহযোগিতায় এ কার্যক্রম পরিচালনা করে সংগঠনটি।

মধুহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন জুয়েল এ রেজিষ্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করেন।

সংগঠনটির পক্ষে মাসুদ রানা বলেন, 'দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে মধুহাটী পাবলিকিয়ান এসোসিয়েশন গঠিত হয়েছে। আমরা এলাকার মানুষের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে এই কর্মসূচির আয়োজন করেছি। এ ভাবে আমরা মধুহাটী ইউনিয়নের সবাইকে করোনা ভ্যাক্সিনের রেজিস্ট্রেশন সম্পন্ন করে দিতে চাই।

সংগঠনটির পক্ষে মাসুদ রানা, সোহেল রানা সাকিব, গাফফার হোসেন, জাহিদ হাসান পারভেজ, মেহেদী হাসান সেতু, ইমরান হুমাইন, শাহাদাতুল মেরাজ, আলামিন, শহিদুল ইসলাম, অর্ঘ্য মুখার্জি ও রাকিবুল বিনামূল্যে করোনা ভ্যাক্সিনের রেজিষ্ট্রেশনের কার্যক্রমে পরিচালনা করেন।

(একে/এসপি/আগস্ট ০৪, ২০২১)