মিলাদ হোসেন অপু, ভৈরব (কিশোরগঞ্জ) : মিলাদ হোসেন অপু, ভৈরব (কিশোরগঞ্জ) : ভৈরবে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের সদস্যরা।

আজ ৪ আগস্ট বুধবার বেলা ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপর নির্মিত সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুর ভৈরব প্রান্তের টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে ১৮৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী সোহাগ (২৫) ও নজরুল (২২) কে আটক করা হয়েছে। এ সময় তাদের ব্যবহৃত পিকআপ ভ্যানটি জব্দ করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী সোহাগ হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার আলতাব মিয়ার ছেলে ও নজরুল একই উপজেলার ইউনুছ মিয়ার ছেলে। জব্দকৃত ১৮৫ কেজি গাঁজার আনুমানিক বাজারমূল্য ৫০ লক্ষ টাকা।

র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বেলা ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপর নির্মিত সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুর ভৈরব প্রান্তের টোল প্লাজা এলাকায় ব্লু-ইউলো কালারের পুরাতন একটি পিকআপকে থামানোর জন্য সঙ্কেত দেয়া হয়। পিকআপ ভ্যানটি থামালে চালক সোহাগ ও নজরুলকে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা পিকআপে থাকা চৌকাটে অভিনব কায়দায় লুকিয়ে রাখা গাঁজার কথা স্বীকার করে। পরে র‌্যাব সদস্যরা পিকআপ ভ্যানে দরজার চৌকাটে থাকা অভিনব কায়দায় লুকিয়ে রাখা আনুমানিক ১৮৫ কেজি গাঁজা উদ্ধার করে। এসময় গাঁজা বহন করা যান পিকআপ ভ্যানটিও জব্দ করা হয়।

এ বিষয়ে র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রাফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের বলেন, আমাদের কাছে খবর ছিল মাদক ব্যবসায়ী সোহাগ ও নজরুল অভিনব কায়দায় ঘরের দরজার চৌকাটের মধ্য করে গাঁজা পাচার করবে। করোনা কালীন সময় প্রশাসন যখন করোনা মহামারি নির্মূলে ব্যস্ত এই সুযোগকে কাজে লাগিয়ে দেশের বিভিন্ন জায়গায় তারা নিয়মিত মাদক পাচার করে আসছিল।

তবে ধারণা করা হচ্ছে সিলেট বিভাগের সীমান্তবর্তী এলাকা থেকে চোরা চালানের মাধ্যমে মাদকদ্রব্য গাঁজা দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে আসছেন। পিকআপ ভ্যান তল্লাশী করে ১২টি কাঠের দরজার চৌকাটে লুকিয়ে রাখা আনুমানিক ১৮৫ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয় যার বাজারমূল্য ৫০ লক্ষ টাকা হতে পারে।

(এম/এসপি/আগস্ট ০৪, ২০২১)