আবুল কালাম আজাদ, রাজবাড়ী : দীর্ঘ প্রায় ৩৭ বছর বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে থেকে কর্ম জীবন শেষে রাজবাড়ী সদর থানা থেকে অবসরে গেলেন পু‌লিশ কন‌স্টেবল মোঃ আব্দুল বা‌কি মিয়া।এ সময় তাকে ফুল ও বেলুন দি‌য়ে সাজা‌নো ও‌সির সু-স‌জ্জিত গা‌ড়ি‌তে বিদায় জানানো হয়। তার বাড়ি পাবনা জেলার সুজানগ‌র থানার সাগতা গ্রা‌মে। 

বুধবার (৪ জুলাই) দুপু‌র ১টার দি‌কে রাজবাড়ী সদর থানার ও‌সি মোহাম্মদ শাহাদাত হো‌সেন সহ থানার অ‌ফিসাররা তা‌কে হাত উ‌চি‌য়ে বিদায় জানান।

এ সময় আব্দুল বাকি মিয়া‌কে নতুন পোশা‌ক প‌ড়ি‌য়ে ও‌সির আস‌নে বসি‌য়ে গ্রা‌মের বাড়ী‌তে পৌ‌ছে দেয়া হয়।

রাজবাড়ী সদর থানার ও‌সি মোহাম্মদ শাহাদাত হো‌সেন জানান, পু‌লিশ কন‌স্টেবল আব্দুল বাকি মিয়ার ৩৬ বছর ৮ মাস চাকরী ক‌রে অবস‌রে গে‌লেন। সদর থানায় কর্মরত থাকাকালীর সম‌য়ে তি‌নি সততা ও নিষ্ঠার স‌ঙ্গে দ্বা‌য়িত্ব পালন ক‌রে‌ছেন। অবসর জ‌নিত কার‌ণে আজ তা‌কে বিদায় জানা‌নো হয়েছে। এবং থানা থে‌কে সন্মানের স‌ঙ্গে কিছু উপহার সামগ্রী দি‌য়ে তার সাজা‌নো গা‌ড়ি‌তে এবং তার আস‌নে ব‌সি‌য়ে কন‌স্টেবল বা‌কি মিয়ার বাড়ী‌তে পৌ‌ছে দেবার ব্যবস্থা ক‌রে‌ন। বাঁকী জীবন সে তার প‌রিবার পরিজন নি‌য়ে ভাল থাকুক, এই প্রত্যাশাও ক‌রেন তি‌নি।

(একে/এসপি/আগস্ট ০৪, ২০২১)