রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের গতিয়াসাম ও বগুড়া পাড়ায় তিস্তা নদীর ভাঙ্গন ঠেকাতে এবং পাউবো কর্মকর্তাদের অপসারণের দাবিতে বুধবার বিকালে নদীর তীরে এলাকাবাসীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়। খবর পেয়ে বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুরে রাজারহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দ্দী বাপ্পী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনে গিয়েছেন। 

এসময় তিনি বাস্তুহারাদের শান্তনা দিয়ে গৃহ নির্মাণের আশ্বাস দিয়েছেন। উল্লেখ্য, গত ১মাসে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের গতিয়াসাম বগুড়া পাড়ায় ৩০০টি বসতবাড়ি তিস্তা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। একই সময়ে প্রায় ৭০০ হেক্টর একর আবাদি জমি ভেঙ্গে নদীতে বিলীন হয়ে যায়। মাত্র ১মাসের ব্যবধানে তিস্তার বিনাসী খেলায় পুরো একটা গ্রাম জনবসতির মানচিত্র থেকে হারিয়ে গেছে। বাস্তুভিটে হারা পরিবারগুলো পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে। কেউ কেউ আশ্রয় নিয়েছে অন্যের জায়গায় আবার কেউ ঠাঁই করে নিয়েছেন রাস্তার ধারে। তাদের এই দুঃসময়ে এগিয়ে আসেননি কেউ। সৃষ্টিকর্তার উপর ভরসা করেই কাটছে তাদের দিনকাল। ভূক্তভোগীরা পানি উন্নয়ন বোর্ডের(পাউবো) উদাসীনতা কেই দায়ী করছেন।

(পিএস/এসপি/আগস্ট ০৫, ২০২১)