দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭২ তম জন্ম বার্ষিকী পালন করা হচ্ছে। 

এ উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে সকাল সাড়ে সাতটায় শ্রদ্ধাঞ্জলি অর্পণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয় ।

এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার , অতিরিক্ত জেলা প্রশাসক দীপক রায়সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান (বিপিএম সেবা), অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ তরিকুল ইসলাম, সদর সার্কেল সুমন, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ জলিল, ট্রাফিক ইন্সপেক্টর তুহিন লষ্করসহ পুলিশের সকল বিভাগের কর্মকর্তাবৃন্দ।

সিভিল সার্জন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মোল্লা, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. শামসুল হক ভোলা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, ফরিদপুর জেলা কারাগার, সিভিল সার্জনের কার্যালয়, সম্মিলিত সাংস্কৃতিক জোট, ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থা, জেলা শিল্পকলা একাডেমী, যুব উন্নয়ন অধিদপ্তর, সরকারি রাজেন্দ্র কলেজ, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ, সরকারি ইয়াছিন কলেজ, ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থা, ফরিদপুর চেম্বার অফ কমার্স, ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট, ফরিদপুর ক্রীড়া অফিস, আঞ্চলিক পাসপোর্ট অফিস, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর , জেলা শিল্পকলা একাডেমী প্রমূখ।

এছাড়া ভার্চুয়ালি আলোচনা সভা ও বিকেলে দলীয় কার্যালয় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

(ডিসি/এসপি/আগস্ট ০৫, ২০২১)