লক্ষ্মীপুর প্রতিনিধি : ‘শেখ মনি ফুড ব্যাংক’ নামে শোকের মাসে রেশনিং পদ্ধতিতে দুস্থদের মাঝে খাদ্য বিতরণ শুরু করলো লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক বায়েজীদ ভূঁইয়া।

বৃহস্পতিবার সকালে লক্ষ্মীপুর জেলার রায়পুর, দালাল বাজার, জকসিন, মান্দারী, চন্দ্রগঞ্জ ও সদরে প্রায় ৫ শতাধিক পরিবারের মাঝে খাদ্য বিতরণের মাধ্যমে এ কর্মসূচি শুরু হয়।

সাবেক যুবলীগ নেতা বায়েজীদ ভূঁইয়া বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম খাঁন নিখিলের নির্দেশনায় জাতির জনকের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের শুভ জন্মদিন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট নিহতদের স্মরণেই আমার এ আয়োজন।

এ সময় উপকারভোগীদের রেশন কার্ডও বিতরণ করা হয়। পুরো মাস জুড়েই চলবে এ আয়োজন। কর্মসূচি শুরুর সময় যুবলীগের এই নেতা বলেন, ‘করোনার এই মহাসংকটে লক্ষ্মীপুর জেলার অসহায় মানুষের পাশে আছে।

আমার নিজস্ব অর্থায়নে করোনার প্রারম্ভ থেকেই কৃষকের ধান কাটা, খাদ্য সামগ্রী, রান্না করা খাবার, অক্সিজেন, অ্যাম্বুলেন্স সেবা নিয়ে মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছি আমরা’

উক্ত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে জেলা ও উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

(এস/এসপি/আগস্ট ০৫, ২০২১)