লক্ষ্মীপুর প্রতিনিধি : বাংলাদেশের ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র জাতির পিতার জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

বৃহস্পতিবার (০৫ আগষ্ট) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের অস্থায়ী ব্যাধিতে লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য এড. নুর উদ্দিন চৌধুরী নয়ন, জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোসাইন আকন্দ ও পুলিশ সুপার ড. এএইচ এম কামরুজ্জামান, জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম ফারুক পিংকু পুষ্পস্তবক অর্পণ করেন।

এরপর সরকারী বিভিন্ন প্রতিষ্ঠান, সদর উপজেলা,পৌর আওয়ামীলীগ, সহ আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগি সংগঠন, বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠন শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষ্যে তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

স্মৃতিচারন সভায় বক্তারা বলেন,বহুগুনে গুনান্বিত বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল শুধু ক্রীড়ামোদীই ছিলেননা, তিনি একাধারে বীর মুক্তিযোদ্ধা,মহান স্বাধীনতা যুদ্ধে জেনারেল আতাউল গনি ওসমানীর সাথে এডিসি হিসেবে দায়িত্ব পালন করেন।

(এস/এসপি/আগস্ট ০৫, ২০২১)