রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরায় আজ আবারো বেড়েছে করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা। তবে, ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা আগের চেয়ে উল্লেখযোগ্য হারে কমেছে। গত ২৪ ঘন্টায় করোনার উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। 

এ নিয়ে, করোনার উপসর্গ নিয়ে আজ পর্যন্ত মারা গেছেন মোট ৫৬৫ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৮৫ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ৩১১ জনের নমুনা পরীক্ষা শেষে ৫৭ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। যা শনাক্তের হার ১৮ দশমিক ৩৩ শতাংশ। এনিয়ে, জেলায় আজ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৮৯০ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪ হাজার ৬৯২ জন।

সাতক্ষীরার সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ডাঃ জয়ন্ত কুমার সরকার জানান, জেলায় বর্তমানে সরকারী ও বেসরকারী হাসপাতালে মোট ২৩৩ জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন। বাকীরা হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। তিনি এ সময় করোনা প্রতিরোধে সকলকে মাস্ক পরার ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।

(আরকে/এসপি/আগস্ট ০৫, ২০২১)