রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সংস্কার অভাবে মানুষ ও যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়া সড়ক ব্যক্তিগত উদ্যোগে সংস্কার করে চলেছেন আওয়ামী লীগ নেতা খাদেমুল ইসলাম তুফান। বৃহষ্পতিবার সকাল থেকে তিনি সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা মানিকতলা থেকে মাটিকোমরা পর্যন্ত রাস্তা সংস্কার শুরু করেন।

মানিকতলা গ্রামের ভ্যান চালক সাহেব আলী, রুস্তুম মোড়লসহ কয়েকজন জানান, নলতা মানিকতলা থেকে মাটি কোমরা পর্যন্ত রাস্তাটি দীর্ঘ ১২ বছর আগে নির্মিত হলেও ভারী যানবাহন চলাচল ও অতি বৃষ্টির ফলে চলাচলের অনুপোযোগী হয়ে পড়ে। এ নিয়ে তারা ইউনিয়ন পরিষদ, জেলা পরিষদ ও সড়ক- জনপথে আবেদন করেছেন। এরপরও কোন সাড়া না মেলায় বিশিষ্ঠ সমাজ সেবক ও আওয়ামী লীগ নেতা খাদেমুল ইসলাম তুফান ওই রাস্তা সংস্কারে এগিয়ে আসেন।

বৃহষ্পতিবার সকাল থেকে নিজ উদ্যোগে বালি ও খোয়া কিনে ভঙ্গুর রাস্তা সংস্কার শুরু করেন। এসময় উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা আবুল হোসেন, নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আনিসুজ্জামান খোকন, ইডার নির্বাহী পরিচালক মোঃ আকতার, কালীগঞ্জ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম টুটুল, ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম, সহ সভাপতি জাহিদ হোসেন সানি, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোস্তাফি সুজন।

জানতে চাইলে খাদেমুল ইসলাম তুফান বলেন, দীর্ঘদিন ধরে তিনি মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে চান। আগামি নির্বাচনে সূযোগ পেলে নলতা ইউনিয়ন থেকে নৌকার মাঝি হতে চান। ভুমিকা রাখতে চান এলাকার উন্নয়নে।

(আরকে/এএস/আগস্ট ০৫, ২০২১)