স্টাফ রিপোর্টার : সরকার পরিবর্তন হলে দেশের সকল কালো আইন বাতিল করা হবে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার দুপুরে রাজধানীর গুলশানস্থ ইউনাইটেড হাসপাতালে কাঁচপুর উপজেলার সাধারণ সম্পাদক খলিলুর রহমানকে দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিচারপতিদের অভিশংসন ক্ষমতা জাতীয় সংসদে পাস হলে সেটা আওয়ামী লীগের নিজস্ব বিচারিক ক্ষমতা হবে। এই আইনের ধারা দেশ ও জাতির কোন উপকার হবে না।

তিনি বলেন, সংবিধান পরিবর্তন করার অধিকার সরকারের নেই। কারণ তারা জনগণের ভোটে নির্বাচিত সরকার নয়। তারা জনগণের প্রতিনিধিত্ব করে না।

ক্ষমতাসীনরা জনবিচ্ছিন্ন হয়ে বিএনপির নেতাকর্মীদের মিথ্যা মামলা গ্রেপ্তার করে নির্যাতন ও হয়রানি করছে বলে অভিযোগ করেন তিনি।

(ওএস/এটিআর/সেপ্টেম্বর ০৮, ২০১৪)