নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি : ‘টেকসই উন্নয়নের মূলকথা সাক্ষরতা আর দক্ষতা’ এই পতিপাদ্যকে সামনে রেখে, সবার জন্য শিক্ষা নিশ্চিতকরণের লক্ষে সোমবার সারাদেশের মত নান্দাইল উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে ।

এ উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা সদরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত এক সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুন ফাতেমা পপি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজাদুর রহমান ভূইয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা ইমদাদুল হক, প্রধান শিক্ষিকা বাবলী দাস প্রমূখ।

বক্তারা বলেন, বর্তমান সরকার সম্পূর্ণ নিরক্ষরতামুক্ত বাংলাদেশ গড়তে অঙ্গীকারাবদ্ধ। কাজেই এ অঙ্গীকার পূরণের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।

(এপি/এএস/সেপ্টেম্বর ০৮, ২০১৪)