স্টাফ রিপোর্টার : সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়ন্ত্রণ ক্ষমতা সংসদের হাতে দেয়া হলে বিচার বিভাগ ও দেশের স্বাধীনতা ক্ষুণ্ণ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

সোমবার জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত সুপ্রিম কোর্ট দক্ষিণ মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মওদুদ আহমদ বলেন, ‘মানুষের সর্বশেষ আশ্রয়স্থল সুপ্রিম কোর্ট। আর সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়ন্ত্রণ ক্ষমতা সংসদের হাতে দেয়া হলে বিচার বিভাগ ও দেশের স্বাধীনতা ক্ষুণ্ণ হবে।’

তিনি বলেন, "এবিএম খায়রুল হক এক মুখে দুই কথা বলেন।"

উল্লেখ্য, রোববার বিচারপতিদের অভিশংসন ক্ষমতা সংসদের হাতে দেয়ার জন্য সংবিধান (ষোড়শ সংশোধনী) বিল ২০১৪ সংসদে পেশ করা হয়।

(ওএস/এটিআর/সেপ্টেম্বর ০৭, ২০১৪)