হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ১৫ শিশুর মৃত্যু হয়েছে। চিকিৎসা নিয়েছে সহস্রাধিক। বর্তমানেও ভর্তি রয়েছে দেড়শতাধিক শিশু। অথচ এখানে শিশু ওয়ার্ডে শয্যা রয়েছে মাত্র ২৫টি। স্থান সংকুলানের অভাবে অধিকাংশ শিশুকেই মেঝেতে রেখে চিকিৎসা দিতে হচ্ছে। এতে রীতিমতো হিমশিম খাচ্ছেন ডাক্তার, নার্সরা।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত কয়েক দিন ধরে জেলায় ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। প্রতিদিনই বিভিন্ন স্থান থেকে শতাধিক রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে।

গত এক সপ্তাহে মারা গেছে ১৫ জন। এরা হচ্ছে- বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামের জসিম মিয়ার ২১ দিন বয়সী মেয়ে ফাহিমা, সদর উপজেলার রতনপুর গ্রামের আবু হানিফ মিয়ার মেয়ে খাদিজা (৪ মাস), পাইকপাড়া গ্রামের ফারুক মিয়ার ছেলে মিজানুর রহমান (১ মাস), বহুলা গ্রামের আব্দুস শহীদের ছেলে সুলতান (৩ মাস), চানপুর গ্রামের সানু মিয়ার ছেলে আবু বকর (২ মাস), রাজনগরের তৌহিদ মিয়ার মেয়ে তুফজি আক্তার (৩ মাস), জয়নগর গ্রামের সালমান মিয়ার মেয়ে লিপি (৯ দিন), লাখাই উপজেলার সিংহগ্রামের সাহিনা আক্তার (৭ মাস), চুনারুঘাট উপজেলার লুতুরা গ্রামের ছমির মিয়ার মেয়ে স্মৃতি আক্তার (৫ মাস), মাধবপুর উপজেলার বাঘাসুরা গ্রামের আয়াত আলীর ছেলে আরিফ (১৯ দিন), বানিয়াচংয়ের কুমড়ী গ্রামের সফিক মিয়ার ছেলে সাজ্জাদ (২২ দিন), রাজনগরের ডুগা মিয়ার ছেলে খোকন মিয়া (৪ মাস), আজমিরীগঞ্জের জলসুখা গ্রামের রীতেন্দ্র গোপের ছেলে প্রণব গোপ (২৫ দিন)।

এ ব্যাপারে সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. দেবাশীষ দাশ জানান, হঠাৎ করেই প্রচন্ড গরম এবং বৃষ্টি হলেই হঠাৎ ঠান্ডা পড়ে। দ্রুত পরিবর্তনশীল এমন আবহাওয়ার কারণেই মূলত এ রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।

(পিডিএস/এএস/সেপ্টেম্বর ০৮, ২০১৪)