দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণায় আবদুল কদ্দুছ নামে (২৬) এক যুবককে হত্যার দায়ে ১৪জনের যাবজ্জীবন কারাদণ্ড, প্রত্যেককে ৫০হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৫বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবদুল হামিদ এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, জেলার দূর্গাপুর উপজেলার দক্ষিণ নাওধারা গ্রামের মৃত ওসমান আলীর ছেলে লুৎফর রহমান, মৃত আবদুল হাকিমের ছেলে নুরুল ইসলাম, আবদুল জব্বারের ছেলে রেনু মিয়া, আমির উদ্দিনের ছেলে হাফিজ উদ্দিন, মৃত আমিত আলীর ছেলে আবু সাঈদ, মৃত হাফিজ উদ্দিনের দুই ছেলে আবদুল বারেক ও আবদুল জলিল, আবদুল খালেকের দুই ছেলে হায়দার আলী ও সেলিম, মফিজ উদ্দিনের ছেলে আঃ জব্বার, আবুল হোসেনের ছেলে রমজান আলী, আবদুর রহমানের ছেলে মাহাদী ও ওসমানের ছেলে বিল্লাল হোসেন। রায় ঘোষণার সময় আবু সাঈদ ছাড়া সকল আসামি আদালতে উপস্থিত ছিলেন।

একই রায়ে অপরাধ প্রমাণিত না হওয়ায় ১১আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

নেত্রকোণার অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) সাইফুল আলম প্রদীপ জানান, ২০০৪ সালের ১৮ আগস্ট জেলার দুর্গাপুর উপজেলার উত্তর শংকরপুর গ্রামের রহমত আলীর ছেলে কদ্দুছকে গোষ্ঠীগত দ্বন্দ্বে আসামিরা নাওধরা এলাকায় ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করে। এ ঘটনায় মৃতের ভাই ওসমান গণি বাদী হয়ে ঘটনার পরদিন দূর্গাপুর থানায় ২৫জনকে আসামি করে মামলা দায়ের করেন।

পুলিশ তদন্ত শেষে ২০০৬ সালের ১৬ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত দীর্ঘ শুনানি শেষে সোমবার এ রায় প্রদান করেন।মামলার বাদী পক্ষে ছিলেন অতিরিক্ত পিপি সাইফুল ইসলাম প্রদীপ। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট নজরুল ইসলাম খান।

(এনএস/এএস/সেপ্টেম্বর ০৮, ২০১৪)