মিলাদ হোসেন অপু, ভৈরব (কিশোরগঞ্জ) : বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ভৈরবে হতদরিদ্রদের মাঝে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। 

আজ ৮ আগস্ট রবিবার উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) অনুষ্ঠিত বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯১তম জন্মবার্ষিকী উদযাপন ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উপস্থিত থেকে দেশের সফল ৫ জন নারীকে বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব পদক প্রদান করেন।

এ অনুষ্ঠানে ভৈরব উপজেলা প্রশাসন যুক্ত থেকে যথাযথ মর্যাদায় দিনটি পালনের উপলক্ষ্যে ভৈরব উপজেলাতেও ৭ জন হত দরিদ্র নারীকে ৭টি সেলাই মেশিন ও ২ জন নারীকে নগদ ২ হাজার টাকা করে অর্থ প্রদান করেন। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া, উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুলহাস হোসেন সৌরভ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসমিন শামসুন্নাহার উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা বলেন, সংকটে সংগ্রামে নির্ভীক সহযাত্রী হিসেবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পেছনে বাংলাদেশ প্রতিষ্ঠার অগ্রণী ভূমিকা পালন করেন বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব। বঙ্গমাতা ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধুর স্বাধীনতা অর্জনে নেপথ্যের কারিগর। একজন সুযোগ্য সহধর্মিণী। বঙ্গমাতার অবদান চিরস্মরণীয় করার লক্ষ্যে সরকার আজ ৫ জন সফল নারীকে বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক প্রদান করেন। বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষ্যে সারাদেশের সকল উপজেলার ন্যায় ভৈরব উপজেলায় ৯ জন অসহায় নারীকে নগদ অর্থ ও সেলাই মেশিন বিতরণ করে।

(এম/এসপি/আগস্ট ০৮, ২০২১)