মিলাদ হোসেন অপু, ভৈরব (কিশোরগঞ্জ) : ভৈরবে ছবিঘর শপিং কমপ্লেক্সের ৬০ জন দোকান কর্মচারীদের পরিবারের জন্য প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ ৮ আগস্ট রবিবার উপজেলা পরিষদ চত্বরে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুলহাস হোসেন সৌরভ, ভৈরব থানা অফিসার ইনচার্জ মো. শাহিন, ছবিঘর শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী গোলাম মোস্তফা প্রমুখ।

উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা বলেন, কোভিড-১৯ এর কঠোর বিধিনিষেধ প্রতি পালন করতে গিয়ে কর্মহীন হয়ে যাওয়া ছবিঘর শপিং কমপ্লেক্সের ৬০ জন দোকান কর্মচারী ও তাদের পরিবারের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ হতে উপহার হিসেবে ১০ কেজি চাল, ১ কেজি তেল, ১ কেজি ডাল, ১ কেজি লবণ এবং ২ কেজি আলু প্রদান করা হয়। জনস্বার্থে সরকারের এ সহায়তা চলমান থাকবে বলে জানান তিনি।

(এম/এসপি/আগস্ট ০৮, ২০২১)