কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে টহলরত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের ওপর হামলা চালিয়েছে চোরাকারবারী ও গ্রামবাসী। এতে দুই বিজিবি সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় ১৫ জনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার রাত ১১ টার দিকে উপজেলার বিলগাথুয়া সীমান্তে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন- সিপাহী আব্দুল আজিজ ও সিপাহী হরিদাস। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

কুষ্টিয়া ৩২ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মেহেদি হাসান জানান, রাতে একদল চোরাকারবারী ভারত থেকে চোরাই পণ্য নিয়ে এপারে আসার সময় বিলুগাথুয়া মাঠে বিজিবির একটি টহল দলের সামনে পড়ে। এসময় বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা বিজিবিকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকে। এসময় গ্রামবাসীও চোরাকারবারীদের সঙ্গে যোগ দেয়। এতে সিপাহী আব্দুল আজিজ ও সিপাহী হরিদাস নামে দুই বিজিবি সদস্য আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এদিকে, এ ঘটনার পর রাত রাত ১২টার দিকে বিজিবি সদস্যরা বিলগাথুয়া গ্রামে অভিযান চালিয়ে হামলায় জড়িত সন্দেহে ১৫ জন আটক করে।

(কেকে/এইচআর/এপ্রিল ২৩, ২০১৪)