স্টাফ রিপোর্টার : সরকার বিরোধী আন্দোলনের সময় রাজধানীতে পুলিশ হত্যাসহ দুই মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিনের মেয়াদ বাড়ালেন হাইকোর্ট।

বিচারপতি মোহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি রুহুল কুদ্দুস এবং বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি কেএম কামরুল কাদেরের পৃথক হাইকোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন সগীর হোসেন লিওন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সেলিম।

গত বছরের ২৫ ডিসেম্বর হরতাল-অবরোধ চলাকালে বাংলামোটর মোড়ে পেট্রোল বোমায় নিহত হন কনস্টেবল ফেরদৌস খলিল। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মির্জা ফখরুলসহ ১৬ জনের বিরুদ্ধে রমনা থানায় হত্যা মামলা দায়ের করেন।

এ মামলায় হাইকোর্ট মির্জা ফখরুলের জামিনের মেয়াদ এক বছর বৃদ্ধি করেন।

অপরদিকে, একই বছরের ২৯ নভেম্বর শাহবাগে গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় হাইকোর্টের দেওয়া রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার জামিনের মেয়াদ বাড়ানো হয়।

(ওএস/এটিআর/সেপ্টেম্বর ০৮, ২০১৪)