কুষ্টিয়া প্রতিনিধি : ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা বিপ্লবী বাঘা যতীনের ৯৯ তম মহাপ্রয়াণ দিবস পালন উপলক্ষে প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকাল সাড়ে ১০ টায় কুমারখালির কয়াতে প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়।
কয়া ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাঘা যতীন থিয়েটারের সভাপতি শহীদুল ইসলাম মিঠুন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমারখালি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মান্নান খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমারখালি পৌরসভার মেয়র সামছুজ্জামান অরুন, ঘাতক দালাল নির্মূল কমিটি কুমারখালি শাখার আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এটিএম আবুল মনসুর মজনু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম কুদ্দুস।

বক্তব্য রাখেন কয়া ইউনিয়ন ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি জালাল উদ্দিন খান, কয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক রহমত আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক রইচ উদ্দিন, নাসির উদ্দিন মাষ্টার, শহিদুল ইসলাম, রহমত আলী রহো প্রমুখ।

উল্লেখ্য, বিপ্লবী বাঘা যতীন ১৮৭৯ সালের ৮ ডিসেম্বর কুমারখালির গড়াই নদীর পাড়ে কয়া গ্রামে মাতুলতলায় জন্ম গ্রহনসহ জীবনের গুরুত্বপূর্ণ সময় কাটানোর কারণে এখানে রয়েছে তার নানা স্মৃতি। ১৯১৫ সালের ১০ সেপ্টেম্বর বিপ্লবী বাঘা যতীন শেষ নিশ্বাস ত্যাগ করেন। বাঘা যতীনের মহাপ্রয়াণ দিবস উপলক্ষে আগামী ১০ সেপ্টেম্বর দুপুর ২টায় কয়া গ্রামে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হবে।

এতে বক্তব্য রাখবেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আবদুর রউফ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি লেখক সাংবাদিক শাহরিয়ার কবির, বাংলাদেশ ইতিহাস সম্মিলনীর সভাপতি অধ্যাপক মুনতাসির মামুন, যুগ্ম-সম্পাদক অধ্যাপক মোহাম্মদ সেলিম, শ্রী অরিন্দম মূখার্জী, কুমারখালি পৌরসভার মেয়র সামছুজ্জামান অরুন, ইউএনও সাহেলা আক্তার, কয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউল ইসলাম স্বপন। এতে সভাপতিত্ব করবেন কুমারখালি উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মান্নান খান।

(কেকে/এএস/সেপ্টেম্বর ০৮, ২০১৪)