গত বৃহস্পতিবার থেকে সামাজিক যোগাযোগমাধ্যম, কিছু অনলাইন নিউজ পোর্টালে ও দৈনিক শ্যামবাজার পত্রিকায় আমাকে নিয়ে যে সংবাদ প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। স্থানীয়দের দাবীর প্রেক্ষিতে ঝিনাইদহ-৪ আসনের সাংসদের মায়ের নামে জহুরা বেগম অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। তখন সকলের মতামতের ভিত্তিতে আমাকে ওই প্রতিষ্ঠানের সভাপতি করা হয়। আমাদের কোন সরকারি বরাদ্দ না থাকার ফলে সকলের মতামত অনুযায়ী প্রতিষ্ঠানের জমি ক্রয় ও অবকাঠামো উন্নয়নের জন্য নিয়োগ প্রাপ্ত কয়েকজন শিক্ষকের কাছ তাদের ইচ্ছা অনুযায়ী কিছু অর্থ নেওয়া হয়। এই অর্থ তদারকির জন্য আমাদের প্রতিষ্ঠানে শিক্ষকদের তিন সদস্য বিশিষ্ট কমিটি আছে। এখানে পরিচালনা কমিটির আমি বা অন্য কোন সদস্য কোন অর্থ গ্রহণ করি নাই।আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে একটা স্বার্থান্বেষী মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক গুজব ও অপপ্রচার চালাচ্ছে। এতে আমার ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি চরম ভাবে ক্ষুন্ন হয়েছে। আমি ওই সকল সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

মোঃ মোশারফ হোসেন
সভাপতি
জহুরা বেগম অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়
যাত্রাপুর, নলডাঙ্গা
সদর উপজেলা, ঝিনাইদহ।

(ওএস/এসপি/আগস্ট ০৯, ২০২১)