গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম,অনলাইন নিউজ পোর্টাল ও পত্রিকায় " শ্রমিকদের চল্লিশ দিনের কর্মসূচির টাকা তুলে নিলেন ইউপি সদস্য" শিরোনামে প্রকাশিত সংবাদে আমাকে জড়িয়ে যে তথ্যগুলো উপস্থাপন করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। চল্লিশ দিনের কর্মসূচির টাকা ব্যাংকের মাদার একাউন্টে জমা হয়। সেখান থেকে স্ব স্ব শ্রমিকদের একাউন্টে চলে যায়। প্রকল্প সভাপতি এই টাকা তুলতে পারে না। এই টাকা কেবল একাউন্ট ধারী শ্রমিকেরা তুলতে পারে।এ ঘটনার সাথে ইউপি সচিব পিআইও বা ট্যাগ অফিসার কোন সম্পৃক্ততা নেই। ওই সকল প্রকাশিত সংবাদে আমার ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক ভাবমূর্তি চরম ভাবে ক্ষুন্ন হয়েছে। আমি এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

ইমারত আলী
সচিব
কুমড়াবাড়িয়া ইউনিয়ন পরিষদ
সদর উপজেলা, ঝিনাইদহ।

(একে/এসপি/আগস্ট ০৯, ২০২১)