অরিত্র কুণ্ডু, ঝিনাইদহ : ঝিনাইদহের পাট চাষিরা এখন পাট কাটতে, পানিতে জাগ দিতে, আবার কেউবা পাট থেকে পাটের আঁশ ছড়াাতে ব্যস্ত সময় পার করছেন। জেলার পাট চাষিরা জানান, গত বছর পাটের দাম ভালো হওয়ায় পাট চাষে আগ্রহ বাড়েছে। তবে চলতি মৌসুমে এখন পর্যন্ত পাটের বাজার ভালো থাকলেও শেষ পর্যন্ত থাকবে কিনা এ নিয়ে শংকায় পড়েছে তারা।

ঝিনাইদহ শৈলকূপা উপজেলার দেবীনগরর এলাকার পাট চাষি জাহাঙ্গীর হোসেন বলেন, আগে পাটের ভালো দাম না পাওয়ায় অন্য ফসলের দিকে ঝুকেছিলেন। কিন্তু দু'বছর পাটের দাম ভালো পাচ্ছি। বিশেষ করে গত বছর প্রতিমণ পাট বেশি দামে বিক্রি করতে পেরেছি। এ কারণে চাষীরা আবারো পাট আমাদের দিকে ঝুঁকে পড়েছে। চলতি মৌসুমী পাট চাষের জন্য আবহাওয়া অনুকূলে থাকায় পাট ভালো হয়েছে।

আনোয়ার নামে এক পাট চাষি জানান, চলতি বছরে নতুন পাটের প্রতিমণ বর্তমান বাজার দাম ২ হাজার ২ শত থেকে ২ হাজার ৫ শত টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তবে বাজারে যথেষ্ট পরিমাণে পাট উঠা শুরু হলে দাম কেমন হবে সে বিষয়ে আশঙ্কায় আছি।

শৈলকূপার ভাটই বজারের পাট ব্যবসায়ী দেবাশীষ চৌধুরীর সাথে কথা বলে জানা গেছে, তারা বর্তমানে প্রতি মণ পাট ২ হাজার থেকে আড়াই হাজার টাকা দরে কিনছেন।

ঝিনাইদহর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, চলতি মৌসুমে জেলার ৬ উপজেলায় ২২ হাজার ৬ শত ৬০ হেক্টর জমিতে পাট আবাদ করেছে চাষিরা।

(একে/এসপি/আগস্ট ০৯, ২০২১)