মিলাদ হোসেন অপু, ভৈরব (কিশোরগঞ্জ) : হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ও স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৯ আগস্ট সোমবার বেলা ১১টায় ভৈরব উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানার সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া।

এসময় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, ভৈরব পৌরসভার মেয়র আলহাজ্ব মো. ইফতেখার হোসেন বেনু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুলহাস হোসেন সৌরভ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, ভৈরব থানা অফিসার ইনচার্জ মো. শাহিন, ভৈরব পৌর আওয়ামী লীগ সভাপতি এসএম বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ প্রমুখ।

দিনটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে শোক দিবসের উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে ১৫ আগস্ট সকালে সূর্যোদ্বয়ের সাথে সাথে সকল সরকারি-বেসরকারি ও স্থায়িত্ত্বশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনিমিত করে উত্তোলন করা হবে। পরে সাড়ে আটটায় উপজেলা পরিষদ চত্ত্বর প্রাঙ্গণে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হবে। সকাল নয়টায় উপজেলা মিলনায়তন কক্ষে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা শেষে ১৪ আগস্ট অনুষ্ঠিত ভার্চুয়ালভাবে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগীতার ফলাফলের পুরস্কার বিতরণ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়াও ভৈরবে সকল মসজিদ, মাদ্রাসায় বাদ যোহর বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

আলোচনা সভায় অতিথিবৃন্দ ছাড়াও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, উপজেলার বিভিন্ন কর্মকর্তা কর্মচারীসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(এম/এসপি/আগস্ট ০৯, ২০২১)