নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর রায়পুরা উপজেলায় বিমান থেকে দুটি তেলের ট্যাংক মাটিতে পড়ে গেছে।

আজ সোমবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। রায়পুরা উপজেলার ডৌকারচর ইউনিয়নের পিবিনগর ও কাশিমনগর গ্রামে তেলের ট্যাংক দুটি পড়ে যায়।

এতে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, পাশাপাশি দুটি বিমান যাচ্ছিল। হঠাৎ একটি বিমান থেকে ধোঁয়া বের হতে থাকে। বিমানটি থেকে বিকট শব্দে দুটি বস্তু মাটিতে পড়ে। একটি কাশিমনগর গ্রামে বসতবাড়ির পাশে এসে পড়ে। আরেকটি পাশের গ্রাম পিবিনগরের একটি ধানখেতে পড়ে। এতে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েন।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মিজানুর রহমান বিমানবাহিনীর উইং কমান্ডার এনামুল হকের বরাত দিয়ে বলেন, খসে পড়া বস্তু দুটি প্রশিক্ষণ বিমানের অতিরিক্ত তেলের ট্যাংক। বিমানবাহিনীর লোকজন ঘটনাস্থলে রওনা হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

(ওএস/এটিআর/সেপ্টেম্বর ০৮, ২০১৪)