স্টাফি রিপোর্টার : দেশ রাজনৈতিক ও সাংবিধানিক সংকটের দিকে ধাবিত হ”েছ। বিচার বিভাগের স্বাধীনতায় শিকল পরানোর চেষ্টা হলে ভোটারবিহীন সরকারও লটকে যেতে পারে বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান।

আজ সোমবার সকাল ১১টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত জাগপা কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভায় সভাপতির বক্তব্যে শফিউল আলম প্রধান শেখ হাসিনার সরকারকে হুশিয়ার করে দিয়ে এ মন্তব্য করেন।

ষোড়শ সংবিধান বিলের পরিণতি সম্পর্কে তিনি বলেন, বিচার বিভাগের স্বাধীনতায় শিকল পরানোর চেষ্টা হলে ভোটারবিহীন সরকারও একদিন লটকে যেতে পারে।

তিনি বলেন, দেশ রাজনৈতিক ও সাংবিধানিক সংকটের দিকে ধাবিত হ”েছ। কয়েক মিনিটের ব্যবধানে বাকশাল কায়েম করে অতীতেও বিচারপতিদের ভাগ্য ব্যক্তির হাতে সোপর্দ করা হয়েছিল। ফলাফল কি হয়েছে সারা দুনিয়া তা জানে।

(ওএস/এটিআর/সেপ্টেম্বর ০৮, ২০১৪)