বান্দরবান প্রতিনিধি : পার্বত্য বান্দরবানের প্রত্যন্ত ৭ উপজেলায় নতুন করে ৩৬জন ডাক্তার নিয়োগ দেয়া হয়েছে। এ উপলক্ষে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ মিলনায়তনে নিয়োগ প্রাপ্ত এই ৩৩তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারদের সংবর্ধনা দেয়া হয়েছে।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা। স্বাস্থ্য বিভাগের আহবায়ক ও জেলা পরিষদ সদস্য কাজী মো. মুজিবর রহমান এর সভাপতিত্বে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা নুরুল আবছার, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মংতেঝ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক ডা. অংসালু মারমা, ইউএনডিপি’র স্বাস্থ্য কর্মকর্তা ডা. বাসিং প্রমুখ।

সভায় বক্তারা বলেন, নব নিযুক্ত ডাক্তাররা প্রত্যন্ত অঞ্চলের অভিভাবক। পরিবার কেন্দ্রীক অভিবাবকরা যেমন পরিবারের সদস্যদের সেবক তেমনি প্রত্যন্ত অঞ্চলের ডাক্তাররাও এলাকার অভিবাবক হিসেবে সেবা দান করবেন। বিশেষ করে প্রসুতি মা ও শিশু স্বাস্থ্যের প্রতি বেশী নজর দিতে হবে। মাতৃত্বকালীন জটিলতা এবং শিশু মৃত্যুর হার কমাতে হলে প্রতিটি এলাকায় স্বাস্থ্য সচেতনতা বাড়াতে হবে। এ ব্যাপারে তরুন প্রজন্মের ডাক্তারদের বেশী ভুমিকা প্রত্যাশা। ঝিমিয়ে পড়া স্বাস্থ্য বিভাগ নতুন উদ্যোমে প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের স্বাস্থ্য সেবায় এগিয়ে আসবে এবং বর্তমান সরকারের ভিশন ২০২১ বাস্তবায়ন হবে। এ ব্যপারে নব নিযুক্ত সকল ডাক্তারদের সেবার মনোভাব নিয়ে আন্তরিকতা দিয়ে কাজ করার আহবান জানান বক্তারা।

জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা সাংবাদিকদের জানান, ৭ উপজেলায় প্রতিটি স্বাস্থ্য কেন্দ্রে প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার নিয়োগ দেয়া হয়েছে। এ সব ডাক্তাররা বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ এবং বিসিএস ক্যাডার তাই প্রত্যন্ত এলাকায় সার্বক্ষনিক ভাবে দায়িত্ব পালন করবে। স্বাস্থ্য খাতে বর্তমান সরকারের নেয়া পদক্ষেপ বাস্তবায়নে জেলা পরিষদ নিরলস প্রচেষ্টা অব্যহত রেখেছে।

(এএফবি/এএস/সেপ্টেম্বর ০৮, ২০১৪)