চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার নিমাইচড়া ওয়াপদা বাঁধ এলাকা থেকে নিখোঁজের দু’দিন পর সোমবার দুপুরে জামিরন খাতুন (৪৫) নামক এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সে উপজেলার নিমাইচড়া (ওয়াপদা) গ্রামের মোক্তার হোসেনের স্ত্রী। প্রথম স্ত্রী মারা যাবার পর একই গ্রামের জামিরনকে দ্বিতীয় বিয়ে করে মোক্তার হোসেন।

পারিবারিক সূত্র জানায়, শনিবার ৫ সন্তানের জননী জামিরন বাড়ি থেকে বেড়িয়ে আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। সোমবার বাড়ির পার্শ্ববর্তী করতোয়া নদীর পানিতে পা ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ দুপুরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা মর্গে পাঠিয়েছে।
নিহতের গলায় রশি দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে বালির বস্তা দিয়ে ডুবিয়ে দেয়া হয় বলে পুলিশের ধারনা।

থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান জানান, নদীতে একটি মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ নদী থেকে গলায় রশি লাগানো বালির বস্তাসহ লাশ উদ্ধার করে। পরে নিহতের স্বজনরা লাশ সনাক্ত করে। তিনি জানান, গলায় রশি দিয়ে শ্বাসরোধ করে হত্যার পর বালির বস্তা দিয়ে ডুবিয়ে দেয়া হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে পুলিশ। এ বিষয়ে চাটমোহর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

(এসএইচএম/এএস/সেপ্টেম্বর ০৮, ২০১৪)