রাজন্য রুহানি, জামালপুর : আপেল টুকরো করে রেখে দেওয়া হয়েছিল থালায়। সেখান থেকে এক টুকরো মুখে তুলে নেয় হযরত আলী নামে দেড় বছরের এক শিশু। গিলতে গিয়ে গলায় আটকে যায় সেই আপেলের টুকরো। অনেক চেষ্টা করেও তা বের না করতে পারায় শ্বাস বন্ধ হয়ে মারা যায় শিশুটি।

বুধবার (১১ আগস্ট) সন্ধ্যায় মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটেছে জামালপুরের ইসলামপুর উপজেলার পাথর্শী ইউনিয়নের ঢেংগারগড় বানিয়াবাড়ি গ্রামে।

মৃত ওই শিশুটি জামালপুর সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়নের লাহিড়ীকান্দা গ্রামের ফারুক মিয়ার ছেলে। গেল ঈদ-উল আযহায় বানিয়াবাড়ি গ্রামে নানা আশরাফ আলীর বাড়িতে মার সঙ্গে বেড়াতে এসেছিল শিশুটি।

তথ্য নিশ্চিত করে ইসলামপুর থানার ওসি মাজেদুর রহমান জানান, বিকেল ৫ টার দিকে আপেলের টুকরো মুখে দেয় শিশুটি। তা গলায় আটকে গেলে বের করার চেষ্টা করে পরিবারের লোকজন। শিশুটির দেহ নিস্তেজ হয়ে পড়লে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সন্ধ্যা ছয়টার দিকে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

(আরআর/এএস/আগস্ট ১২, ২০২১)