মাগুরা প্রতিনিধি : ‘নৈতিকতা বিকাশের জন্য গাইডিং ’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে সোমবার মাগুরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ২য় জেলা গার্ল গাইড ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ গার্ল গাইড এসোসিয়েশন মাগুরা জেলা শাখা এ ক্যাম্পের আয়োজন করে।

বিকাল সাড়ে ৪টায় বিদ্যালয় মিলনায়তনে ক্যাম্পের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাহবুবর রহমান। মাগুরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা গার্ল গাইড এসোসিয়েশনের কমিশনার লিপিকা সরকারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক একেএম তারেক, সহকারি পুলিশ সুপার সুদর্শন কুমার রায়, জেলা শিক্ষা অফিসার পরিমল চন্দ্র মন্ডল, সদর উপজেলা গার্ল গাইড এসোসিয়েশনের কমিশনার রিজিয়া বেগম প্রমুখ। গার্ল গাইড ক্যাম্পে জেলার ৪ উপজেলার ৫১টি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মোট ৩৯৯ জন ছাত্রী অংশ নেয়।

সভায় জানানো হয়, ছাত্রীদের নৈতিকতা বিকাশের মাধ্যমে তাদের আত্ম মর্যাদা বৃদ্ধি, বিশ্বস্ততা অর্জন, বন্ধুত্ব দৃঢ় করা, প্রতিকুল অবস্তার মুকাবেলা করাসহ নেতৃত্বের গুণাবলী সৃষ্টি করার জন্য দিনব্যাপী দ্বিতীয় পর্যায়ের এই জেলা গার্ল গাইড ক্যাম্পের আয়োজন করা হয়। এর আগে ২০১২ সালে একই স্থানে প্রথম ক্যাম্প ক্যাম্প অনুষ্ঠিত হয়।

(ডিসি/এএস/সেপ্টেম্বর ০৮, ২০১৪)