আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : খাদ্যমন্ত্রী বাবু সাধন চন্দ্র মজুমদার বলেছেন, চালের বাজার স্থিতিশীল করতে পদক্ষেপ নেওয়া হচ্ছে। অবৈধ মজুতদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বেসরকারিভাবে চাল আমদানির প্রক্রিয়া চলমান রয়েছে। শিগগিরই এর সুফল দৃশ্যমান হবে।

বৃহস্পতিবার বিকালে বগুড়ার সান্তাহার কেন্দ্রীয় খাদ্যগুদাম সংরক্ষণাগার (সিএসডি) পরিদর্শন শেষে গণমাধ্যম কর্মীর প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

চলমান বোরো সংগ্রহ অভিযানে ইতোমধ্যে সাড়ে ৮ লাখ টন চাল সংগ্রহ হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘চাল সংগ্রহের সময় আগামী ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। এরমধ্যেই শতভাগ চাল সংগ্রহ হয়ে যাবে।’ ৩১ আগস্টের মধ্যে যারা চাল দিতে ব্যর্থ হবে তাদের জামানাত বাজেয়াপ্ত করা হবে বলেও হুঁশিয়ারি দেন মন্ত্রী।

এসময় আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক রাজশাহী জি এম ফারুক হোসেন পাটওয়ারী, বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মোতাহার হোসেন, নওগাঁ জেলা খাদ্য নিয়ন্ত্রক আলমগীর কবীর, বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রক আশরাফ, আদমদীঘি উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শ্রাবণী রায়সহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(এসকে/এএস/আগস্ট ১২, ২০২১)