জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে দুজন হেরোইন বিক্রেতাকে গ্রেফতার করেছে র‌্যাব। সেই সঙ্গে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৩ গ্রাম হেরোইন।

গ্রেফতারকৃতরা হলেন, টাংগাইল জেলার ধনবাড়ীর নলহারা গ্রামের আ. খালেকের ছেলে আল আমিন (২৭) ও মৃত লোকমান হোসেনের ছেলে বিপ্লব হোসেন (৩৪)।

শুক্রবার (১৩ আগস্ট) রাত ১০ টার দিকে সরিষাবাড়ীর দিকপাইত-ধনবাড়ি সড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের সরিষাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ওই থানায় মাদক আইনে একটি মামলা করেছে র‌্যাব।

শনিবার (১৪ আগস্ট) দুপুর পৌনে ১টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১৪ জামালপুরের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান।

কোম্পানি কমান্ডার আরো জানান, আমার নেতৃত্বে এবং স্কোয়াড কমান্ডার সহকারি পুলিশ সুপার এম.এম. সবুজ রানার উপস্থিতিতে সরিষাবাড়ী থানাধীন দিকপাইত গ্রামের মো. কবির মিয়ার বিশাল স্টোরের সামনে দিকপাইত-ধনবাড়ি সড়কে অভিযান পরিচালনা করে র‌্যাব। এ সময় ৩ গ্রাম হেরোইনসহ আল আমিন ও বিপ্লব হোসেনকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।

(আরআর/এসপি/আগস্ট ১৪, ২০২১)