সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া (গাজীপুর) : যখাযোগ্য মার্জাদায় কাপাসিয়া উপজেলা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

সকালে উপজেলা প্রশাসন মুক্তিযোদ্ধা চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রথিকৃতিতে পুস্পস্তবক অপর্ণ করেন কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. আমানত হোসেন খান সহ সরকারী কর্মকর্তরা বৃন্দ। বাংলাদেশ আওয়ামলীগ. যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রথিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন। অপর দিকে সকালে উপজেলার মরিয়ম ফাউন্ডেশনের আয়োজনে ভিলেজ চত্বরে আলোচনা সভা মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন মরিয়ম ফাউন্ডেশনের চেয়ারম্যান আলম আহমদ।

কাপাসিয়া উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। আওয়ামীলীগের উপজেলা সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ‘র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান প্রধানের সঞ্চালনায় আলাচনা সভায় উপস্থিত ছিলেন, কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আমানত হোসেন খান, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইসচেয়ারম্যান মোসা.রওশনারা. আওয়ামীলীগ নেতা এম এ মজিদ দরর্জী, কাপাসিয়া উপজেলা যুবলীগের সভাপতি মো. সাখাওয়াত হোসেন প্রধান, সাধারণ সম্পাদক রাজিব ঘোষ, উপজেলা কৃষক লীগের সভাপতি মো. সুলতান উদ্দিন, শ্রমিক লীগের সভাপতি মো. জালাল উদ্দিন ভান্ডারী, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. মাহমুদুল হাসান মামুন প্রমুখ। এ ছাড়া উপজেলা কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতি, কাপাসিয়া ডিগ্রি কলেজ, কাপাসিয়া সরকারী পাইলট স্কুল, হরিমুঞ্জুরী বালিকা বিদ্যালয়, টোক শরীফ মমতাজ উদ্দিন কলেজ, বঙ্গতাজ তাজউদ্দিন আহমদ সরকারী কলেজ, পিরিজপুর উচ্চ বিদ্যালয়, কড়িহাতা উচ্চ বিদ্যালয়, আড়াল জিএল উচ্চ বিদ্যালয়, রেজাউল করিম টেকনিক্যাল এন্ড ম্যানেজমেন্ট কলেজ, সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে দিবসটি যথযোগ্য মজাদায় পালন করা হয়। এ ছাড়া সকালে তার নিজ বাড়ী কাপাসিয়ায় হতদরিদ্রদের মাঝে গরুর মাংস বিতরণ করেন বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আলহাজ্ব মোতাহার হোসেন মোল্লা।

(এসকেডি/এসপি/আগস্ট ১৫, ২০২১)