স্টাফ রিপোর্টার, গাজীপুর : গাজীপুর গণপূর্ত ভবনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর এান সামগ্রী বিতরন কার্যক্রম উদ্ধোধন করা হয়। গাজীপুরে ১৫০টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে এ এান সামগ্রী বিতরন করা হয়েছে।

রবিবার (১৫ আগস্ট) দুপুরে অনলাইন ভার্চুয়াল সভায় কার্যক্রমটি উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের প্রতিমন্ত্রী শরীফ আহমেদ (এমপি) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

উক্ত অনলাইন ভার্চুয়াল সভায় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ সরকারের সচিব গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় শহিদুল্লাহ খন্দকার।

গাজীপুর গণপূর্ত ভবনে এ এান সামগ্রী বিতরন কার্যক্রমে উপস্থিত ছিলেন গাজীপুরের গণপূর্ত কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী স্বপন চাকমা, উপ-বিভাগীয় প্রকৌশলী আবদ্লুাহ আল মামুন, উপ-বিভাগীয় প্রকৌশলী এজাহ আহমেদ খান ও শায়লা শারমিন, উপ-সহোকারী প্রকৌশলী কামরুল আলম খান ও মিজানুর রহমান, শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. আওলাদ হোসেন প্রমূখ।

(এস/এসপি/আগস্ট ১৫, ২০২১)