জামালপুর প্রতিনিধি : জাতীয় শোক দিবসে জামালপুরের ইসলামপুর উপজেলার সদর ইউনিয়ন ভূমি অফিসে পতাকা উত্তোলন করা হয়নি। তবে ওই ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তার দাবি (নায়েব) করেছেন, সকালেই পতাকা উত্তোলন করা হয়েছে। অফিসের পিয়ন ভুলবশত তিনটার দিকে পতাকা নামিয়ে ফেলেছে।


জাতীয় শােক দিবসে সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি ভবন ও বিদেশস্থ বাংলাদেশ মিশন সমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকার কথা থাকলেও সরেজমিনে গিয়ে ওই ভূমি অফিসে কোনো পতাকা দেখা যায়নি।

রবিবার (১৫ আগস্ট) দুপুর তিনটার দিকে সদর ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে দেখা যায়, পাশের একটি দাখিল মাদ্রসায় জাতীয় পতাকা উড়ছে। কিন্তু ওই ভূমি অফিসে কোনো পতাকা নেই।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, প্রতিদিন তারা যখন অফিসে আসেন তখন উত্তোলন করে পতাকা। বিকালের দিকে পতাকা নামিয়ে চলে যান তারা। তবে আজকে তাদের পতাকা উত্তোলন দেখা যায়নি।

এ বিষয়ে সদর ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা (নায়েব) মো. আয়েন উদ্দিন ফকির বলেন, সকালেই অফিসে পতাকা উত্তোলন করা হয়েছে। তবে পিয়ন ভুলবশত তিনটার দিকে পতাকা নামিয়ে ফেলেছে। তাকে আবার বলে দিচ্ছি পতাকা উত্তোলন করার জন্য।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রোকনুজ্জামান খান জানান, 'এ ঘটনায় সহকারী ভূমি কর্মকর্তাকে শোকজ করা হবে। অবশ্য তাকে উপজেলায় শোক দিবসের শ্রদ্বাঞ্জলির সময় উপস্থিত থাকতে দেখা গেছে।'

(আরআর/এসপি/আগস্ট ১৫, ২০২১)