স্টাফ রিপোর্টার, গাজীপুর : গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া পেয়ারাবাগান এলাকায় একটি পোশাক তৈরি কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। 

সোমবার (১৬ আগস্ট) সকাল সোয়া ছয়টার দিকে কারখানার ডাইং ও নিটিং সেকশনের গুদামে আগুনের সূত্রেপাত ঘটে। গাজীপুর ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেন।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. আব্দুল হামিদ মিয়া জানান, গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া পেয়ারাবাগান এলাকায় আলেমা টেক্সটাইল লিমিটেড নামের একটি পোশাক তৈরি করাখানা অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

পরে আগুন দ্রুত পুরো গোডাউনে ছড়িয়ে পড়লে কাশিমপুর ডিভিবিএল, কালিয়াকৈর ও টঙ্গীসহ মোট ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে একযোগে কাজ শুরু করে। সকাল পৌনে ৯ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। কারখানায় আগুনের ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

তিনি আরো জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসাকিট থেকে আগুন লেগেছে। তাৎক্ষনিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপন করা সম্ভব হয়নি।

(এস/এসপি/আগস্ট ১৬, ২০২১)