স্টাফ রিপোর্টার : রাজধানীর সোনারগাঁও হোটেলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার স্বাস্থ্যমন্ত্রীদের ৩২তম সম্মেলন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার সকাল ১০টা ৫০মিনিটে তিনি এ সম্মেলন উদ্বোধন করেন।

এসময় প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের জনসংখ্যাকে জনশক্তিতে পরিণত করতে হবে। সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। আমার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলও স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করছে।’

তিনি বলেন, ‘আমরা নিম্নআয়ের জনগণের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করেছি। ফলে দারিদ্র্যের হার ২০০৫সালে ৪০শতাংশ থেকে ২৫শতাংশে নেমে এসেছে।’

দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১টি দেশের স্বাস্থ্যমন্ত্রীরা এই সম্মেলনে যোগ দিয়েছেন।

(ওএস/এইচআর/সেপ্টেম্বর ০৯, ২০১৪)