পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি : বরগুনার পাথরঘাটায় ১৬ আগষ্ট রাত সাড়ে ৯ টায় র‌্যাব-৮ এর একটি মাদক বিরোধী দল অভিযান চালিয়ে  ১৮০ পিস ইয়াবা সহ হেলাল আকন(২৫) নামে ১মাদক কারবারীকে আটক করেছে।

আটককৃত ব্যক্তি পূর্ব হাতেমপুর গ্রামের জালাল আকনের ছেলে বলে র‌্যাব জানিয়েছে।

ঘটনার সময় উদ্ধারকৃত মাদকের বর্তমান বাজার মূল্য প্রায় ৫৪ হাজার টাকা বলে র‌্যাব জানায়।

নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই গ্রামের একটি চাদোন সংলগ্ন আশেপাশের এলাকায় লেঃ কমান্ডার জনাব মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে বিকাল আনুমানিক সাড়ে ৬ টায় র‌্যাবের অভিযান শুরু হয়।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ঘেরাও করে হেলালকে গ্রেফতার করতে সক্ষম হন বলে জানাযায়। গ্রেফতারকৃত ব্যক্তি র‌্যাবের কাছে স্বীকার করে পেশায় সে একজন মোটরসাইকেল চালক হলেও ইয়াবাই তারদের প্রকৃত ব্যবসা। তার নিকট হতে ১৮০ পিস ইয়াবা ও ১ টি মোবাইল সেট ও২টি সিম উদ্ধার করা হয়। র‌্যাব জানায় ওই ব্যাক্তি এলাকায় দীর্ঘ দিন যাবত কথিত ইয়াবা ট্যাবলেট ক্রয়/বিক্রয় করে আসছিল। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে বরগুনা জেলার পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে র‌্যাব বাদী হয়ে বরগুনা জেলার পাথরঘাটা থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন।

(এটি/এসপি/আগস্ট ১৭, ২০২১)