ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়নের গোপালপুর গ্রামে সাপের কামড়ে আশা মিয়া (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ আগস্ট) সকালে ঝিনাইদহ সদর হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত আশা ওই গ্রামের মাসুম মিয়ার ছেলে। সে গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র ছিল।

গোপালপুর গ্রামের ইউপি সদস্য আব্দুল মালেক মোল্লা জানান, রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিল আশা। রাত ১২ টার দিকে বিষধর সাপ তাকে কামড় দেয়। বিষের যন্ত্রনা শুরু হলে পরিবারের অন্যদের ঘুম থেকে ডেকে তোলে। পরিবারের সদস্যরা বুঝতে পেরে প্রথমে তাকে স্থানীয় ওঝাঁর কাছে নিয়ে ঝাঁড়-ফুক করা হয়। সেখানে তার শারিরীক অবস্থার অবনতি হলে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখান থেকে চিকিৎসকরা ভোরে ঝিনাইদহ সদর হাসপাতালে রেফোর করে। এরপর সকালে চিকিৎসাধীন অবস্থায় আশা মারা যায়।

(ওএস/এসপি/আগস্ট ১৭, ২০২১)