ইমারন হোসাইন, সিরাজগঞ্জ : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জে জাতীয় জুট মিল সহ বন্ধ করা ২৫টি পাটকল চালু ও পাওনা টাকা পরিশোধের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

জাতীয় জুটমিল শ্রমিক কর্মচারী সম্বনয় পরিশোধের সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজন মঙ্গলবার (১৭ আগস্ট) সকালে ১নং গেটে এক সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

জেলা শ্রমিক কর্মচারী সম্বনয় পরিশোধের আহ্বায়ক শহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জাতীয় মুক্তি কাউন্সিলর আহ্বায়ক বরকতউল্লাহ, বাসদ সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমরেড নব কুমার কর্মকার, সিপিবি সিরাজগঞ্জ জেলা নেতা সুলতান আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় বক্তাগন বলেন, বর্তমান সরকার শ্রমিক ও কৃষক বান্ধব ঘোষণা করলেও এরা মূলত ধনী শিল্পপতিদের সরকার, যার কারণে এই করোনা কালীন ২৫টি পাটকল বন্ধ করে ৭০ হাজার শ্রমিককে বেকার করেছে। তাদের পাওনা টাকা না দিয়ে, না খায়িয়ে মারার ষড়যন্ত্র করছে। অবিলম্বে বন্ধ মিল চালু, শ্রমিকদের পাওনা পরিশোধ করতে হবে। এই ঘৃণ্য ষড়যন্ত্রের বিরুদ্ধে সকল সচেতন মহলকে সোচ্চার হওয়ার জন্য নেতৃবৃন্দকে আহ্বান জানান নেতারা। সমাবেশ শেষে ১ নং গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে মাসুমপুর বাজারে এসে শেষ হয়।

(আই/এসপি/আগস্ট ১৭, ২০২১)