মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর সদর উপজেলার চরকালিকাপুর গ্রামে যৌতুকের টাকার জন্য ইভা বেগম (২০) নামের এক গৃহবধুকে হত্যা করা হয়েছে বলে মঙ্গলবার দুপুরে পারিবারিকভাবে অভিযোগ করেছে। 

পারিবারিক, স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার চরকালিকাপুর গ্রামের মোহাম্মদ আলী ফকিরের মেয়ে ইভা বেগমের সাথে প্রায় ১ বছর আগে ভালবেসে বিয়ে করেন একই গ্রামের সিরাজ বেপারীর ছেলে রিয়াজ বেপারীকে (২১)।

বিয়ের ৬ মাস যেতেই যৌতুকের টাকার জন্য ইভাকে প্রায় মারধর করতো। অনেকবার টাকা দিয়েও ছেলের পরিবারকে খুশি করতে পারেনি। সর্বশেষ ইভার পরিবারের কাছে যৌতুকের জন্য নগদ ২ লাখ টাকা ও ৪ ভরি স্বর্ণালংকার দাবী করেন রিয়াজ ও তার পরিবার । যৌতুকের টাকা ও স্বর্ণালংকার না পেয়ে গত ৭ আগস্ট সকাল ৭ টার দিকে ইভাকে কোমল পানীয়ের সাথে কিটনাশক খাইয়ে অচেতন অবস্থায় ইভার বাবার বাড়ির সামনে ফেলে রেখে পালিয়ে যায়।
তার পরিবারের লোকজন ইভাকে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। অবস্থার একটু উন্নতি হলে ৯ আগস্ট স্বামীর পরিবারের লোকজন এসে ইভাকে শশুরবাড়িতে নিয়ে যায়।

পরে ইভার অবস্থা আবার খারাপ হলে তাকে পুনরায় সদর হাসপাতালে নিয়ে আসলে হাসপাতাল কর্তৃপক্ষ ইভাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি জন্য পাঠিয়ে দেয়। বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি অবস্থায় ১৬ আগস্ট সকাল ১০ টার দিকে ইভা মারা যায়। ইভার স্বামী রিয়াজ ও তার পরিবার ইভার বাবার বাড়ির সামনে ইভার মরদেহ রেখে পালিয়ে যায়। পরবর্তীতে ইভার পরিবারের লোকজন পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে মাদারীপুর মর্গে পাঠায়।

ঘটনার পর থেকে নিহত ইভার স্বামী ও তার পরিবারের লোকজন পলাতক আছে। নিহত ইভার চাচা সবুজ হোসেন বলেন, ২ লাখ টাকা আর ৪ ভরি সোনার জন্য ইভাকে মেরে ফেললো রিয়াজ ও তার পরিবার। আমরা ইভা হত্যার বিচার চাই।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিঞা বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। ময়না তদন্তের রির্পোট পেলে আসল ঘটনা বেরিয়ে আসবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

(এ/এসপি/আগস্ট ১৭, ২০২১)