রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে সোনালী ব্যাংক প্রধান শাখায় টাকা জমা দিতে এসে ব্যাগ থেকে সম্পূর্ণ টাকা চুরি হয়েছে বলে অভিযোগ করেছেন ছানোয়ারা বেগম (৫০) নামে এক মহিলা গ্রাহক। তার দাবি, ব্যাগে দেড়লাখ টাকা ছিল। পাশে ঘুরঘুর করা দুজন বোরখা পরিহিতা মহিলা কৌশলে এই টাকা চুরি করেছেন বলে তার ধারণা।

মঙ্গলবার (১৭ আগস্ট) বেলা সাড়ে তিনটার দিকে ঘটনাটি ঘটেছে বলে সিসিটিভির ফুটেজ দেখে নিশ্চিত করেছেন ব্যাংকের এজিএম মোহাম্মদ এনামুল হক।

ওই গ্রাহক জানান, আমার মেয়ের জমানো দেড়লাখ টাকা সোনালী ব্যাংক প্রধান শাখায় জমা দিতে আসি। টাকা কাউন্টারে জমা দেয়ার জন্য ব্যাগে হাত দিয়ে দেখি টাকা নেই। আমার পেছনে দুজন বোরকা পরিহিতা মহিলা ছিল। পেছন ফিরে দেখি তারাও সেখানে নেই। তারাই কৌশলে ব্যাগ থেকে কৌশলে টাকাগুলো চুরি করে পালিয়েছে।

এ ব্যাপারে সোনালী ব্যাংকের এজিএম মোহাম্মদ এনামুল হক জানান, সিসিটিভি ফুটেজে ছানোয়ারা বেগমের সন্দেহভাজন বোরকা পরিহিত ওই দুই মহিলাকে দেখা গেছে। তাদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

(আরআর/এএস/আগস্ট ১৭, ২০২১)