ইমরান হোসাইন, সিরাজগঞ্জ : আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিরাজগঞ্জ পৌর এলাকার দুই মহল্লাবাসীর সংঘর্ষে সাজ্জাদে হোসেন (২০) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ১০ জন।

বুধবার (১৮ আগস্ট) বেলা বারটার দিকে সংঘর্ষে আহত হবার পর সিরাজগঞ্জ বেগম ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় দুপুর দেড়টার দিকে সে মারা যায়।

নিহত সাজ্জাদ হোসেন সিরাজগঞ্জ পৌর এলাকার পুরান ভাঙ্গাবাড়ি মহল্লার আবু সাঈদের ছেলে।

সিরাজগঞ্জ সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার রাত থেকে সিরাজগঞ্জ পৌর এলাকার দিয়ারধানগড়া ও ভাঙ্গাবাড়ি মহল্লাবাসির মধ্যে শুরু হওয়া সংঘর্ষের জের ধরে থানা রোড এলাকায় বুধবার সকালেও সংঘর্ষ বাধে। এ সময় উভয় পক্ষ দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে প্রতিপক্ষের ফালার আঘাতে সাজ্জাদ হোসেনসহ অন্তত ১১ জন আহত হয়। আহতদের মধ্যে সাজ্জাদ হোসেনকে সিরাজগঞ্জ বেগম ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধিন অবস্থায় দুপুরে সে মারা যায়।

এ খবর ছড়িয়ে পড়লে আবারো সংঘর্ষে লিপ্ত হয় দুই মহল্লাবাসির। পুলিশ ঘটনাস্থলে পৌছলে পুলিশের উপরেও ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। এ সময় সংঘর্ষ নিয়ন্ত্রনে রাবার বুলেট ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে পুলিশ। আবারো সংঘর্ষ এড়াতে ঐ দুই মহল্লায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

(আই/এসপি/আগস্ট ১৮, ২০২১)