কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার শহরের বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সাথে ‘বন্দুক যুদ্ধে’ স্বারাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ ইয়াবা ব্যবসায়ী নজরুল ইসলাম (৪৪) গুলিবিদ্ধ হয়েছে। এসময় আড়াই হাজার ইয়াবা, একটি এলজি বন্দুক ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ৩ সদস্যও।

মঙ্গলবার ভোর ৫ টার দিকে বাস টার্মিনাল সংলগ্ন বাইপাস সড়কের উত্তরণ হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে।

এতে আহত নজরুল ইসলাম (৪৪) টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পানখালী এলাকার মৃত আবুল হোসেনের পুত্র। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নজরুল ইসলাম স্বারাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ ইয়াবা ব্যবসায়ী।

এতে আহত হয়েছে ডিবি পুলিশের এআইএস টিটু দত্ত, কনস্টেবল সোহেল ও নাজমুল। তাদের কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়েছে।

কক্সবাজার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি মনজুর আলম জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল উত্তরণ হাউজিং এলাকায় পৌঁছলে ইয়াবা ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি বর্ষণ করে। পুলিশও জীবন রক্ষার্থে গুলি করে। এক পর্যায়ে আক্রমনকারী ইয়াবা ব্যবসায়ীরা অন্ধকারে পাহাড়ের দিকে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের তালিকাভুক্ত টেকনাফের শীর্ষ ইয়াবা ব্যবসায়ী মোঃ নজরুল ইসলামকে বাম পায়ের হাটুর নিচে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়। উদ্ধার করা হয় ১টি দেশীয় তৈরি এলজি, ২ রাউন্ড কার্তুজ ও আড়াই হাজার ইয়াবা। এব্যাপারে কক্সবাজার সদর থানায় অস্ত্র, মাদক দ্রব্য ও পুলিশ আক্রান্ত আইনে পৃথক ৩টি মামলা দায়ের করা হয়েছে।

(টিটি/এএস/সেপ্টেম্বর ০৯, ২০১৪)