ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে প্রতিবন্ধী স্কুলে টিউবওয়েল চাপতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শরিফুল ইসলাম (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। ওই কৃষক ডাকবাংলা এলাকার মাগুরাপাড়া গ্রামের মৃত আনসার শেখের ছেলে।

বুধবার (১৮ আগস্ট) দুপুরে সদর উপজেলা সাধুহাটি ইউনিয়নের রাঙ্গীয়ারপোতা সড়কে প্রতিবন্ধী স্কুলে এঘটনা ঘটে।
সাধুহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল মন্ডল জানান, দুপুর ১২টার দিকে কৃষক শরিফুল ইসলাম গ্রামের মাঠে ধানি জমিতে সার ছিটিনোর কাজ শেষ করে।

এরপর সে রাঙ্গীয়ারপোতা সড়কের ১২ মাইলে অবস্থিত প্রতিবন্ধী স্কুলের টিউবওয়েলে হাত পরিস্কার করতে যায়। এ সময় টিউবওয়েলর হান্ডেল ধরা মাত্রই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে সে মারা যায়। পথচারী গ্রামের এক কিশোর বিষয়টি দেখতে পেয়ে নিহতের পরিবারকে খবর দেয়। সে সময় পরিবার সদস্যরাসহ গ্রামবাসী এসে তার লাশ উদ্ধার করে।

প্রতিবন্ধী বিদ্যালয়ের সভাপতি ও সাধুহাটি ইউপি চেয়ারম্যান কাজী নাজিম উদ্দিন জানান, টিউবওয়েলে মোটর সেট করা ছিল। আমাদের অজান্তে কোনভাবে মোটর পুড়ে টিউওবয়েলে বিদ্যুত হয়ে রয়েছে। বিদ্যালয় বন্ধ সে কারনে এটা আমরাও বুঝতে পারিনি।

সার্বিক বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত ওসি (তদন্ত) ইমদাদুল হক জানান, ওই কৃষকের পরিবারের পক্ষ থেকে বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

(একে/এসপি/আগস্ট ১৮, ২০২১)