রাজন্য রুহানি, জামালপুর : বাল্যবিয়ের খবর পেয়ে কনের বাড়ি গিয়ে বিয়ে পণ্ড করে দিলেন ইউএনও। সেই সঙ্গে বাল্যবিয়ের আয়োজন করায় বরের অভিভাবককে ১৫ হাজার ও কনের পরিবারকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৮ আগস্ট) রাতে জামালপুরের বকশীগঞ্জের নিলক্ষীয়া ইউনিয়নের গোমেরচর গ্রামে টেংগু মিয়ার বাড়িতে গিয়ে এ বাল্যবিয়ে পণ্ড করে দেন ইউএনও মুনমুন জাহান লিজা।

স্থানীয় সূত্র জানায়, ওই গ্রামের টেংগু মিয়ার মেয়ে সুজের সাথে পার্শ্ববর্তী শ্রীবর্দী উপজেলার হানিফ মিয়ার ছেলে নূর আমিনের বিয়ের আয়োজন চলছিল। বরকনে দুজনেই অপ্রাপ্তবয়স্ক। খবর পেয়ে বিয়ে বাড়িতে হানা দেন ইউএনও। এ সময় থানার উপ-পরিদর্শক ফিরোজ মিয়া, মহিলা বিষয়ক সুপারভাইজার সুশান্ত কুমার চক্রবর্তী উপস্থিত ছিলেন।

তথ্য নিশ্চিত করে ইউএনও জানান, বাল্যবিয়ে হচ্ছে, এমন খবর দেন স্থানীয় সচেতন লোকজন। খবর পেয়ে কনের বাড়ি গিয়ে বিয়ে বন্ধ করে দেওয়া হয়। সেই সঙ্গে বরকনের অভিভাবককে ভ্রাম্যমাণ আদালতে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

(আরআর/এএস/আগস্ট ১৯, ২০২১)