ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ঈশ্বরগঞ্জে উন্নত প্রযুক্তি নির্ভর পাট বীজ উৎপাদনের লক্ষ্যে কৃষকদের মাঝে বীজ সার কীটনাশক ও ২০টি স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার উপজেলা পরিষদ প্রাঙ্গনে পাট অধিদপ্তরের উদ্যোগে ১শ ৫০ জন পাট বীজ উৎপাদনকারী কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো, জাকির হোসেন।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাধন কুমার গুহ মজুমদার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকতা এএসএম সানোয়ার রাসেল, উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম খান সুরুজ, সাধারণ সম্পাদক আব্দুল হাদী, প্রেসক্লাব সভাপতি নীলকন্ঠ আইচ মজুমদার, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকতা শামীম আহমেদ প্রমুখ।

(এন/এসপি/আগস্ট ১৯, ২০২১)